প্রকাশিত: Sat, Mar 9, 2024 11:06 AM
আপডেট: Sat, May 10, 2025 3:46 AM

[১]ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের মুখে বিকল্পপথে মার্কিন কংগ্রেসে গেলেন জো বাইডেন

ইকবাল খান: [২] জো বাইডেন বৃহস্পতিবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব দ্য ইউনিয়ন(বার্ষিক) ভাষণ দিতে যাওয়ার এক ঘন্টা আগেই ক্যাপিটলে কয়েকশ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী জড়ো হয়। 

[৩] ফক্সনিউজ জানায়, কালো পোশাক পরিহিত বিক্ষোভকারীদের হাতে যুদ্ধবিরতির(সিজফায়ার) ব্যানার। অন্য ব্যানারে লেখা ছিল ‘বাইডেনের শাসনামলে গণহত্যা’। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

[৪] এ্যাক্সিওসডটকম জানায়, বিক্ষোভ অব্যাহত থাকায় হোয়াইট হাউজ থেকে বিকল্পপথে ক্যাপিটলে যান মার্কিন প্রেসিডেন্ট। 

[৫] রাত ৯টায় ভাষণ দেয়ার কথা থাকলেও জো বাইডেন প্রায় ৩০ মিনিট বিলম্বে তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ শুরু করেন। 

[৬] ক্ষমতা গ্রহণের পর এটা ছিল তৃতীয়বারের মতো জাতির উদ্দেশে জো বাইডেনের বার্ষিক ভাষণ(স্টেট অব দ্য ইউনিয়ন)। 

[৭] ফক্সনিউজ জানায়, এর আগে সন্ধ্যা ৬টার দিকে ফিলিস্তিনপন্থীদের আরেকটি বিক্ষোভ হয় পাশ্ববর্তী আরেকটি এলাকায় যেখান থেকে পুলিশ একজনকে আটক করে।